ঢাকা ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২০
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের অত্যন্ত সুপরিচিতি কবি, ছড়াকার ও শিক্ষক আব্দুল বাছিত মোহাম্মদের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে সম্মিলিত সংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের নেতৃবৃন্দ বলেন, কবি আব্দুল বাছিতের মৃত্যু কোন স্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা নয়। এটি একটি মর্মান্তিক মৃত্যু। সিলেট সিটি কর্পোরেশনের আম্বরখানায় ড্রেন নির্মাণে নিরাপত্তা বেষ্টনী না থাকায় উন্নয়ন কর্মকান্ডে অপরিল্পিত ব্যবস্থার শিকার কবি আব্দুল বাছিত। নেতৃবৃন্দ এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করে বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে ক্ষতিপূরণের দাবী জানান। তারা ভবিষ্যতে এ ধরনের দূর্ঘটনা এড়াতে সিটি কর্পোরেশনকে মানুষের চলাচলে প্রতিবন্ধকতা নিসরনে তড়িৎ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
বিবৃতিদাতারা হলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। বিজ্ঞপ্তি
সানডেসিলেটডটকম /১২ ডিসেম্বর ২০২০
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি