নিজস্ব প্রতিবেদক
ভাইরাসমুক্ত হয়েছেন গণফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ও সিলেট-২ আসনের এমপি মোকাব্বির খান।
রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নমুনা দিলে সোমবার তার রিপোর্ট করোনা নেগেটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন এমপির ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া।
গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোকাব্বির খান। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন।
২১ জুন অবস্থার উন্নতি হলে ঢাকার ন্যাম ভবনের বাসায় ফিরে যান। সেখানে ১৪ দিন আইসোলেশনে থাকেন মোকাব্বির।