ঢাকা ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২১
জালালাবাদ এসোসিয়েশন ইউকের ট্রেজারার, বিশিষ্ট কমিউনিটি নেতা এনাম উল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার নেতৃবৃন্দ। শনিবার এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এনাম উল হক চৌধুরী বাংলাদেশ সেন্টার লন্ডনের স্থায়ী সদস্য, ফাইন্যান্স ও ফান্ডরাইজিং কমিটির আহবায়ক ও বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন’র সহ-সভাপতি, ব্রিটিশ কনজারভেটিভ পার্টির সক্রিয় সদস্য ছিলেন। তাঁর পৈত্রিক নিবাস সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়।
শনিবার জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. একে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারী আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাস উদ্দিন ও সদস্য সচিব জালাল আহমেদ এই শোক প্রকাশ জানান। শোক বার্তায় তাঁরা বলেন সিলেটবাসী একজন কৃতি সন্তানকে হারালো। নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি