ঢাকা ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২১
সানডেসিলেট প্রতিবেদকঃ এডুকেশন ফর সার্ভিসের ৯ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। সোমবার সাহেবের বাজার স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের ইউনিফর্ম বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ’রা সমাজের অন্যতম ডেভোলাপার। দেশ, সমাজ ও মানবতার কল্যাণে কাজ করতে তরুণদের এগিয়ে আসতে হবে। এডুকেশন ফর সার্ভিস এই ধারাবাহিকতা শুরু করেছে উল্লেখ করে বক্তারা আরো বলেন, ক্ষণস্থায়ী মানবজীবন পরার্থে বিলিয়ে দেয়াই প্রকৃত সুখ।
স্কুলের সহকারী শিক্ষক আবুল কাশেমের সভাপতিত্বে ও সাংবাদিক ইফতেখার শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী তালুকদার।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাদিমনগর ইউপি চেয়ারম্যান দিলোয়ার হোসেন, ইউপি সদস্য আনছার আলী, ইউপি সদস্যা নেছারুন নেছা, এস এম তারা মিয়া,সাইদুর রহমান সাঈদ, শাহজাহান মিয়া, মামুনুর রশিদ শামীম, আতিকুর রহমান, আব্দুল বাছিত, সালাহউদ্দিন ইমরান প্রমুখ।
প্রবাসী কবি ও কথাসাহিত্যিক শাহ কামাল আহমদ, নজরুল ইসলাম দুলাল ও কাজী বেলাল’কে কৃতজ্ঞতা জানিয়ে শুরুতে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি মাসুম আহমদ।
এডুকেশন ফর সার্ভিস সংগঠনের পখ্ষ থেকে মাদ্রাসার ৪ জন ও স্কুলের ২৬ জন শিক্ষার্থীকে ইউনিফর্ম বিতরণ করা হয়।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি