ঢাকা ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
সিলেটের অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ইমার্জেন্সী হেল্পিং ইয়ুথ অর্গানাইজেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর মিরবক্সটুলার একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব গোস্বামীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং সাংগঠনিক সম্পাদক আবু নছর আল-মাহদীর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: আরমান আহমেদ শিপলু।
প্রধান অতিথির বক্তব্যে আরমান আহমেদ শিপু বলেন, দেশে করোনা মহামারির সময়ে অনেক সামাজিক সংগঠনের নিজেদের দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের সেবায় কাজ করেছেন। বৈশ্বিক মহামারি সময় অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। এ ধরনের সকল মহতি কার্যক্রমে ইমার্জেন্সী হেল্পিং অর্গানাইজেশন সংগঠনও কাজ করেছেন। সংগঠনটি পথ শিশু ও অসহায় মানুষ পাশে দাঁড়ানো, রক্তদান কার্যক্রম, বৃক্ষরোপণ সহ বেশ কিছু সামাজিক কার্যক্রম করেছে। আমি সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শিক্ষক সাংবাদিক মামুন চৌধুরী, নিতাই দেব, সহ সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, মোঃ ঈসা তালুকদার, সাবেক জেলা সভাপতি এডভোকেট আব্দুল হালিম রায়হান, সাবেক জেলা সহ সভাপতি সঞ্জয় দেব নাথ, মহিলা সম্পাদিকা তৃষ্ণা চক্রবর্তী, অনুভা চক্রবর্তী, প্রলয় চক্রবর্তী, জেলা সহ সভাপতি শামছুল কবির, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিমন আহমদ, শাহরিয়ার ইমন,অfবদাল হোসেন আব্দুল খালিক, অমিত ঘোষ, শাহেদ হোসেন কাজল, অপু রাও, অর্ণব চক্রবর্তী, ফরিদুল, হাফিজ আহমদ হাসান,আব্দুস সালাম, জুনায়েদ, আফজল, বিরাজ পুরকায়স্থ, ফয়েজ আহমদ, হিরন আহমেদ, ইকরাম উদ্দিন জায়গীরদার, বিল্লাল হোসেইন সহ সংগটনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি