সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খাঁন বলেছেন, শিক্ষার জন্য শরীর ও মন সুস্থ রাখা প্রয়োজন। আর শরীর ও মন সুস্থ রাখতে শিশুদের খেলাধুলা এবং বিনোধনের প্রয়োজন। আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। শিশুরা যাতে পড়ালেখাকে চাপ মনে না কওে, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট্ট সোনামণিদের জন্য উপহার প্রদান করেছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) নগরের আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট্ট সোনামনিদের জন্য দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ”নীড বেইসড প্লেয়িং এক্সসরিজ স্থাপনা কার্যক্রমের উদ্বোধন ও ডেমো উম্মোচনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্থাপনা কার্যক্রমের- উদ্বোধন ও ডেমো উম্মোচন অনুষ্টানে করেন আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ কুমার পাল দিপুর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গকুল চন্দ দেবনাথ, মো. আব্দুল মুস্তাকিম, আমেরিকান রিপাবলিকাল পার্টির রিপাবলিকান ন্যাশনাল কমিটি প্রেসিডেন্টশিয়াল এডভাইসোরি বোর্ড ইউএসএ ও আজীবন সদস্য. মো.আব্দুর রহমান, ৭ নং ওয়ার্ড কাউন্সিল আফতাব হোসেন খাঁন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোছা. নাহিদ পারভীন, সহকারী শিক্ষা অফিসার মো.ফারুকুল ইসলাম, মেদিনীমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম শায়েস্তা তালুকদার, বিএমডি’র চেয়ারম্যান শামিম আহমদ, বিএমডি এর ভিসি ওমর মাহদী, এসএমসি’র সহ সভাপতি শরীফা বেগম, শিক্ষক অভিভাক সমিতির সভাপতি এমদাদুর রহমান, শাহীনুর রশীদ, আনোয়ার সিদ্দিকী, বিদ্যালয়ের সহকারি শিক্ষক দিলরুবা ইয়াছমিন, মাহবুব আরা পল্লবী, সামিয়া খাতুন, ফাহমিদা মুন্তাজ তালুকদার ও সালমা আক্তার মিতা প্রমুখ।
সানডেসিলেটডটকম /২৩ ডিসেম্বর ২০২০