ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১
আমি এবার ভীষণ ভালো থাকবো, বাউন্ডুলে।
মুছে দিবো অভিমানের দেয়ালের ধুলোপড়া স্মৃতি।
অবহেলার রঙিন চাদরে মুড়ে পোস্টারে পোস্টারে ঢেকে দিবো কষ্টের সেই দেয়াল।
যেন স্পষ্ট দেখা যায় তোমার মিথ্যা আশ্বাসের আঁকিবুঁকির সোপান।
আমি সব ভুলে যাবো ভীষণ ভাবে…
মুছে দিবো তোমার নামের উচ্ছলতা,
চির পরিতাপে।
আমি তোমার কাছে চেয়েছিলাম একটা চকচকে রোদ্দুর সকাল।
টলটলে জলে পদ্মফুল, যে নরম রোদে নেতিয়ে পড়ে নিশ্চিন্তে।
চেয়েছিলাম সেই সহজ জীবনের ধারাপাত। ভুঁইচাপার মতো সামান্য যত্নে বেঁচে থাকা…।
তোমাকে ভালোবেসে হতে চেয়েছি বিদূষিত,
হতে হয়েছি চন্দ্রমুখী, বিনোদিনী, হৈমন্তী।
আমি চেয়েছিলাম পার্বতীর অহংকারে অহংকারী হতে।
তাই,যে মরিচিকা ভালোবেসে ভুলেছি নিজেকে,ভুলেছি সবকিছু…
তা ছুড়ে ফেলে দিয়ে আমি আবার আমি হবো।
কবিতার বই – শিল্পস্নান
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি