সানডেসিলেট ডেস্ক:: এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় চালানো অভিযানে অস্ত্র উদ্ধার মামলায় সাইফুর রহমানকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে তাকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন।
এর আগে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান ও অস্ত্র মামলার একমাত্র আসামি সাইফুর রহমানকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকালে আদালতে হাজির করা হয়।