ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
সিএনজি চালিত অটোরিক্সায় গ্রিল লাগানো সংক্রান্ত সমস্যা নিয়ে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর কার্যকরি কমিটির সকল নেতৃবৃন্দকে নিয়ে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার দক্ষিণ সুরমারস্থ ভাবনার প্রধান কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আমাদের পরিবহন শ্রমিকরা প্রতি সেক্টরে নির্যাতিত। নতুন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ কর্তৃক গ্রিল লাগানোর নামে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যা সিএনজি চালকদের উপর মরার উপর খারার ঘা হিসেবে দেখা দিয়েছে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের যেখানে আজ পৃথিবী থমকে আছে, সেখানে খেটে খাওয়া পরিবহন শ্রমিকরা জীবনমান রক্ষায় হিমসিম খাচ্ছে। এরকম সংকটকালীন পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদেরকে নিয়ে কেউ তালবাহানা শুরু করলে তা কখনো মেনে নেওয়া যাবে না। শ্রমিকদের স্বার্থে সকলকে একযোগ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। যদি সিএনজি চালকদের উপর অমানবিক নির্যাতন চালানো হয়, তাহলে আপামোর জনতাকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে। পাশাপাশি কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে পরিবহন শ্রমিকরা।
সিলেট জেলা সি.এন.জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট-৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজাদ মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ সুন্দর আলী খাঁন, মোঃ আবুল হোসেন খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, মোঃ জিলু মিয়া, সাংগঠনিক সম্পাদক, মোঃ ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক মোঃ কাওছার আহমদ, অর্থ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, কল্যাণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. আব্দুল মতিন, সদস্য মোঃ আলতাফ হোসেন চৌধুরী, মো. মানিক মিয়া, মো. এবাদুল খাঁন, মোঃ লিটন আহমদ, মো. সুজন মিয়া, এম. বরকত আলী, মোঃ রাজা, আহমদ রাজা, মো. মুহিবুর রহমান এপল, মো. এমাদ উদ্দিন প্রমুখ।
About Us Contact Us Privacy Policy Terms and Conditions
Design and developed by ওয়েব হোম বিডি